বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে সকল ধর্ম বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৭১ এর মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করার লক্ষ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ পাকিস্তানি হানাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল বলেই আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি। এ দেশ সকল সম্প্রদায়ের। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার। দেশের মানুষ যাতে শান্তিতে যার যার ধর্ম পালন করতে পারে সে লক্ষ্যে আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি জেলায় মডেল মসজিদ, মন্দির, বৌদ্ধ মন্দির ও গির্জা নির্মাণ করে দিচ্ছে। কারণ ধর্ম মানুষকে সৎ হতে সঠিকভাবে পথ চলতে শেখায়।
মঙ্গলবার (১আগস্ট) সকালে রাঙামাটির দুর্গম বরকল উপজেলায় পার্বত্য জেলা পরিষদের ২৫ লক্ষ টাকা অর্থায়নে নির্মিত রসুলপুর রংগাছড়ি জামে মসজিন ভবন উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।
রাঙামাটি বরকল উপজেলার সুবলং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন জমির, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, ২নং বরকল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাত কুমার চাকমা, বরকল সাম্য মৈত্রী বৌদ্ধ বিহারের সভাপতি সুশান্তময় চাকমা, বরকল ইউনিয়ন যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম বাবু, বরকল উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন বরকল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মনির হোসেন।
সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, ধর্মের নামে বিএনপি-জামাত দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কার্যক্রম চালাচ্ছে মানুষ হত্যা করছে। কোন ধর্মে হত্যা বা সহিংসতার করার কথা বলা নেই। সব ধর্মেই লেখা আছে শান্তি। তিনি বলেন, দেশের মানুষের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। না হলে এ দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সকল ধর্মের প্রতি অনুরাগী, সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আওয়ামীগ সরকার ক্ষমতায় আসার পর রাঙামাটি সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ জেলায় দাখিল পরীক্ষা দিতে পারছে। যা আগে কোন সরকার করেনি। জনকল্যাণ বান্ধব এই আওয়ামীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আগামিতে শান্তির প্রতিক নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এর আগে সভার শুরুতেই শোকাবহ আগস্টে জাতির পিতা ও তাঁর পরিবার এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে নিরবতা পালন করা হয়। পরে অতিথিরা গত ১৩জুন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ঢেউ টিন, খাদ্য শষ্য ও খোলোয়াড়দের মাঝে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করেন।
2 Comments
মাঝে মাঝে লংগদুর মতো ঘটনা পুনরাবৃত্তি হয় আর কি!
ওকে আবার দরকার