সাইফুল হাসান ॥
আগামী ২৪ মে মঙ্গলবার রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাঙামাটি পার্বত্য জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলন উপলক্ষে চলছে জোরালো প্রস্তুতি। ইতিমধ্যে ঠিক করা হয়েছে অতিথিদের।
জেলা আওয়ামীলীগের সূত্রে জানা যায়, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। সম্মেলনে বিশেষ অতিথি থাকছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল-আলম হানিফ এমপি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
এছাড়াও প্রধান বক্তা থাকছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খানম এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম।
সম্মেলনের সভাপতিত্ব করবেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান সাংসদ দীপংকর তালুকদার এমপি এবং সঞ্চালনা করবেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হাজী মো: মুছা মাতব্বর।
সম্মেলনের সার্বিক প্রস্তুতির বিষয়ে জানতে চাইছে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হাজী মো. মুছা মাতব্বর বলেন, আগামী ২৪ মে মঙ্গলবার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কাজ অনেকটুকুই এগিয়ে গেছে। অতিথিদের আসার বিষয় নিশ্চিত করা হয়েছে। ভেন্যু প্রস্তুতির কাজ শেষের দিকে, মঞ্চের কাজ বাকি রয়েছে। তবে তা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তুত হয়ে যাবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাউন্সিলর ২৪৬ জন এছাড়াও প্রায় ২ হাজার মানুষের জমায়েতের প্রস্তুতি নিচ্ছি, তবে এর বেশিও জমায়েত হতে পারে বলে মনে হচ্ছে।
এদিকে সম্মেলন নিয়ে পুরো জেলা জুড়ে চলছে নানান কল্পনা-জল্পনা ও আলোচনা-সমালোচনা। কাদের হাতে যাচ্ছে জেলা আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব! মাঠে আলোচনায় আছে সভাপতি পদে লড়বেন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাংসদ দীপংকর তালুকদার এমপি। একই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে লড়বেন জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মো. মুছা মাতব্বর এবং পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য ও বর্তমান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. কামাল উদ্দিন। আলোচনার এ চার প্রার্থীর ভাগ্য নির্ধারণ এবং সম্মেলনে কি হবে তা জানা যাবে আগামী ২৪ মে। তাই এখন জেলা জুড়ে সকলের নজর ও আলোচনার কেন্দ্রবিন্দু জেলা আওয়ামী লীগের সম্মেলন।