ব্রেকিংরাঙামাটিলিড

‘আওয়ামীলীগের সাথে জনসংহতি সমিতির কোন বিরোধ নেই’

‘আওয়ামীলীগের সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কোন বিরোধ নেই’- মন্তব্য করে রাঙামাটির ২৯৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার বলেছেন, ‘নিয়মতান্ত্রিক রাজনীতিকে বাধা দিলে অনিয়মতান্ত্রিক রাজনীতি আসতে বাধ্য। আমি মনে করি সংবিধানের নীতিমালা ছাড়া কেউ মনগড়া কাজ না করলেই উত্তম।’
রোববার সকালে রাঙামাটি শহরের সাংষ্কৃতিক ইন্সটিটিউটে রাঙামাটির জেলা পাহাড়ী ছাত্র পরিষদের ২০তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১০ টায় ‘জুম্ম স্বার্থ পরিপন্থি ও চুক্তি বিরোধী সকল কার্যক্রম প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নই হোক ছাত্র-যুব সমাজের দৃপ্ত অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তেলনের মধ্য দিয়ে রাঙামাটি জেলা সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন ঘোষনা করেন স্থানীয় সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহ-সভাপতি ঊষাতন তালুকদার।

পার্বত্য চুক্তি বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, ‘চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না করে আমাদের ঝুলিয়ে রেখেছে। এখন সরদার দলের নেতারা নিজের ব্যাক্তিগত স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধারের নামে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ভাঙন নয় আমাদের জুড়ন্তির দিকে অগ্রসর হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোন বিকল্প নেই, আমাদের সংগ্রাম ছাড়া বিকল্প নেই।’

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা সভাপতি রিন্টু চাকমার সভাপতিতে আরও বক্তব্য রাখেন-পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ত্রিজিনাথ চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমন মারমা, রাঙামাটি জেলা যুব সমিতির সভাপতি টোয়েন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দিপা চাকমা, এতে স্বাগত বক্তব্য রাখেন-জেলা পিসিপির সহ-সভাপতি কাজল চাকমা।

এই বিভাগের আরো সংবাদ

ি কমেন্ট

  1. উষাতণ বাবু এই প্রথম মিথ্যা বললেন।
    পাবলিক সব বুঝে,,,,, উল্টা পাল্টা গল্প খাওয়াইয়েন না,পরে বদ হযম হইতে পারে।

  2. জুদি কোন বিরুদ না তাকে তাহলে নৌকা পতিক নিয়ে সামনের নিরবাচন টা করতে বলেন তকন। সব মোকস বাহির হয়ে জাবে

  3. এই শালা এক নম্বর দালাল, এখন নিজের পিঠ বাচাতে এইসব ছলচাতুরী ও মিষ্টি কতা বলছে।

  4. এই শালা বিদেশে গিয়েও বাঙালী ও সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, শালা মিথ্যাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =

Back to top button