নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের উপর ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে।
শনিবার সকালে শহরের কাঠালতলী দলীয় কার্যালয় হয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের নিউ মার্কেট এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা সাইফুল ইসলাম ভুট্টো, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনিরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় বক্তরা বলেন, দেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলার বিএনপি নেতাকর্মীরা আজ ঘর ছাড়া। এই সরকার মেগা প্রকল্পের নামে মেগা দূর্নীতিতে ব্যস্ত। সুষ্ঠু নির্বাচন হলে সরকারের এমপি, মন্ত্রীরা পালানো পথ খুজে পাবে না। এই সরকার বেগম খালেদা জিয়াকে মুক্তি দিবে না। তাই আমরা আর মুক্তিও চাইবে না। বিএনপি ক্ষমতায় গিয়ে খালেদা জিয়াকে মুক্ত করবে।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনের নীল নকশা তৈরির পায়তারা করছে। আওয়ামী লীগের অধীনে কোন নীল নকশার নির্বাচন করতে দেয়া হবে না এবং তাদের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশ গ্রহণও করবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।
আগামীতে কেন্দ্র থেকে সকল ধরনের কর্মসূচী সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনাও দেয়া হয় মিছিলোত্তর সমাবেশে।