
এই রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর, ঠিক তেমনি এখানকার মানুষও অনেক ভালো ও সহজ-সরল। এখানে বাংলাদেশের অন্য জেলাগুলোর থেকে অনেক কিছুই ভিন্নতা রয়েছে। মানুষের চেহারা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি, আচার-আচরণ ইত্যাদি। আমি রাঙামাটির যথারীতি প্রেমে পড়ে গিয়েছি ‘আই লাভ রাঙামাটি’ বলে নিজের মনের কথা শেষ বিদায় বেলায় ব্যক্ত করেছেন রাঙামাটিতে প্রায় দেড় বছর ধরে কর্মরত থাকা জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় রাঙামাটির বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষ বিদায় বেলায় তিনি আরো বলেন, আমাকে এই মাটির মানুষ হিসাবে মনে করলে আমি অনেক বেশি ধন্য হবো। আপনারা আমাকে এই মাটির মানুষ হিসাবে গ্রহণ করবেন বলে আশা করছি।
তিনি আরো জানান, আমি গত তিন মাসে রাঙামাটির বাইরে একটিবারের জন্যও যায়নি। এছাড়া কর্মজীবনকালে আমি সর্বোচ্চ ১২দিন রাঙামাটির বাইরে অবস্থান করেছি। আমি ভীষণ রকমের ভালোবাসি এই রাঙামাটির মাটিকে এবং এখানকার মানুষকে।
That means I don’t love Rangamati.
রাংগামাটি লাভ করলে কি হবে
রাংগামাটির জনগনকে তো লাভ করো নাই।লজ্জা হওয়া উচিত লাভ করলেএভাবে চলে যেতে হচ্ছে কেন?
একটা বদ লোক।
Code ??