আইসোলেশনে মারা যাওয়া ব্যক্তির করোনা ছিলো না

করোনা উপসর্গ নিয়ে রাঙামাটির সদর হাসপাতালে আসার পর আইসোলেশনে থাকা অবস্থায় মারা যাওয়া সেই ব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।
তিনি পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা নিয়ে আমরা খুবই টেনশনে ছিলাম। রিপোর্ট হাতে পাওয়ায় এই মুহুর্তে স্বস্তির নি:শ্বাস ফেলেছি। তবে সবাইকে সতর্ক থাকতে হবে এবং সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।’
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ইনচার্জ ডা: মোস্তফা কামালও, বিষয়টি নিশ্চিত করে জানান, আমার করোনা সন্দেহে তার চিকিৎসায় সম্পৃক্ত সকল নার্স ও স্টাফদের গতকাল ও আজ রিপোর্ট আসার আগমুহুর্ত পর্যন্ত একটা নির্দিষ্ট স্থানে রেখেছিলাম,আমরাও খুব টেনশনে ছিলাম পুরো বিষয়টি নিয়ে। এখন হাফ ছেড়ে বাঁচলাম।’
গত রবিবার আইসোলেশনে রাখার পর ভোররাতে মারা যাওয়া শহরের রূপনগর এলাকার ওই ৫৫ বছর বয়সী ব্যক্তিকে সোমবার বিকালে রাঙামাটির টিভি উপকেন্দ্রের পাশে সরকারি ব্যবস্থাপনায় করোনা রোগির মতোই দাফন করা হয়। পুরো দাফন কার্যক্রমটি মনিটর করেন রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ( এনডিসি) উত্তম কুমার দাশ। তিনি জানিয়েছেন, ইসলামি ফাউন্ডেশনের চারজন কর্মকর্তা কর্মচারী,একজন ইমাম এবং জেলা প্রশাসনের কুইক রেসপন্স টীমের আবু বকর লিটন ও আহছাবউদ্দিন মৃতদেহ দাফন কাফনের কার্যক্রমে অংশ নিয়েছেন।