
রাঙামাটির কাউখালীতে দেশীয় অস্ত্রসহ এক স্কুল শিক্ষককে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার মধ্য রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘিলাছড়ি আনসার ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক তরুণ কান্তি চাকমা ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকার মৃত নাগর চান চাকমার ছেলে এবং পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তরুণ কান্তি চাকমা ইউপিডিএফ মূল দলের সক্রিয় সদস্য বলে দাবি করেছে পুলিশ।
কাউখালী থানার এসআই হাসান উদ্দিন জানান- যৌথ অভিযানে তরুণ কান্তি চাকমাকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে কাউখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।