ব্রেকিংরাঙামাটিলিড

অস্ত্রবাজি ও চাঁদাবাজি বন্ধ করতে না হলে উন্নয়নের সুফল জনগণ পাবে না

সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুরদার বলেছেন, পাহাড়ে অস্ত্রবাজি ও চাঁদাবাজি বন্ধ করতে না পারলে সরকারের যে উন্নয়ন তার সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারবে না। অবৈধ অস্ত্রের জোরে আজ পার্বত্যাঞ্চলে সব কিছুই নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে আঞ্চলিক সংগঠনগুলো। এভাবে চলতে থাকলে পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড কোনও কাজে আসবে না। তিনি শুক্রবার স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আয়োজন করা হয়।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আওয়ামীলীগের নাম কখনো মুছে ফেলা যাবে না। বাংলাদেশের ইতিহাস মানে আওয়ামীলীগেরও ইতিহাস। সে ইতিহাসকে সমৃদ্ধ করেছে স্বেচ্ছাসেবক লীগ। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে যে অস্ত্রবাজি চলছে, তা প্রতিহতের জন্য স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে। আওয়ামীলীগের যে অসাম্প্রদায়িক রাজনীতি, সেটাও সকলের কাছে তুলে ধরতে হবে। সরকারের উন্নয়ন কার্যক্রম সবার কাছে পৌঁছে দিতে হবে।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ছাওয়াল উদ্দীনের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মো. মুছা, যুগ্ম সম্পাদক জসিম উদ্দীন বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক লিটন চাকমা, ওলামালীগের সভাপতি ওসমান গণি, যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা। সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান।

আলোচনা সভার পূর্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =

Back to top button