দীঘিনালায় সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফের (প্রসিত) দুই চাঁদাবাজ আটক হয়েছে। বৃহস্পতিবার পৌনে ২টার দিকে দীঘিনালা-বাঘাইহাট সড়কের শুকনাছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয। অভিযানের সময় সেনাবাহিনীর গুলিতে একজন পায়ে গুলিবিদ্ধ হয়েছে।
আটকরা হলো উপজেলার কবাখালি ইউনিয়নের ক্ষেত্রপুর এলাকার রামমি চাকমার ছেলে শুদ্ধজয় চাকমা (৪৫) এবং মেরুং ইউনিয়নের শুধাপ্রিয় চাকমার ছেলে রিকেল চাকমা (২৭)। শুদ্ধজয় চাকমা বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তাদের আটকের পর প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকেই পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, ঘটনাস্থল এলাকায় মুল সড়কে যাতায়াতকারী গাড়ি থেকে দীর্ঘদিন ধরেই ইউপিডিএফ প্রসিত পক্ষ্যের সশস্ত্র চাঁদা আদায়কারীরা বিভিন্ন গাড়ি থেকে চাঁদা আদায় করছিল। ঘটনার দিনও তারা চাঁদা আদার করার গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোনের সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।
বাঘাইহটি সেনাজোনের অধিনায়ক লেঃ কর্নেল মো. হুমায়ুন কবীর জানান, আকস্মিক অভিযানে সেনাবহিনী চাঁদা আদায়কারীদের কাছাকাছি পৌছলে চাঁদাবাজরা গুলি করা উদ্দেশ্যে কোমর থেকে পিস্তল বের করে। সাথে সাথে সেনাবাহিনী গুলি চালায়। এতে একজন বাম পায়ে (হাটুর নিচে) গুলিবিদ্ধ হয়ে পরে যায়। সেনাবাহিনী মোট চার রাউন্ড গুলি ছুড়েছে।
জোন অধিনায়ক আরো জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা টিকিয়ে রাখতে চাঁদাবাজ, সন্ত্রাস আটকে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, একটি এলজি, এলজির গুলি একটি, ধারালো দা ১০টি, নগদ ২৬হাজার ৪৬০ টাকা, চাঁদা আদায়ের রশিদসহ তাদের ব্যবহৃত সরাঞ্জামাদি।
দীঘিনালা থানার অফিসান ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুইজনের মধ্যে পায়ে গুলিবিদ্ধ শুদ্ধজয় চাকমাকে চিকিৎসার জন্য দীঘিনালা হাসপাতাল থেকে জেলাসদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।