সুহৃদ সুপান্থ
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার বিরুদ্ধে লড়াই করা রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলমকে দেখতে গেছেন রাঙামাটির সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দীপংকর তালুকদার।
সোমবার মোঃ শাহ আলম এর চট্টগ্রামস্থ বাসায় তাকে দেখতে যান দীপংকর। তিনি সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
দীপংকর তালুকদারের উপস্থিতি ও তাকে দেখতে যাওয়ায় উচ্ছসিত হন বিনয়ী রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত রাঙামাটি জেলা বিএনপির সভাপতি শাহ আলমও।
রাঙামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু, শাহ আলম ভাইকে দীপংকর তালুকদারের দেখতে যাওয়ার বিষয়টি রাজনীতিরই সৌন্দর্য্য ও সৌজন্যতা হিসেবে উল্লেখ করে বলেন, এটা খুবই ভালো উদাহরণ। রাঙামাটির রাজনীতিতে এইসব দৃষ্টান্তগুলোর জন্য আমরা গর্ব করি।’
হাজী শাহ আলম এর আশু রোগমুক্তি কামনা করে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর বলছেন-‘ দাদা (দীপংকর তালুকদার) অসুস্থ জেলা বিএনপির সভাপতি শাহ আলম ভাইকে দেখার জন্য ওনার চট্টগ্রামের বাসায় গেছেন এবং তার খোঁজখবর নিয়েছেন। বছর কয়েক আগে দাদা সিলেটেও গিয়েছিলেন বিএনপির আগের সভাপতি অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকা নাজিমউদ্দিন সাহেবকে দেখার জন্যও।’
দীপন তালুকদার দীপু জানিয়েছেন, ‘শাহ আলম ভাইয়ের শরীরের অবস্থা আগের চেয়ে বেশ ভালো। তিনি একটি জটিল শারীরিক সমস্যায় ভারতে সফল অপারেশন শেষে ফিরে এসেছেন,আমরা তার জন্য রাঙামাটির মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ চাই। আশা করছি,শীঘ্রই সুস্থ হয়ে স্বাভাবিকজীবনে আমাদের মাঝে ফিরে আসবেন তিনি।’
Breraking
- বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথদেবের রথযাত্রা
- লামা উপজেলা ও পৌর শ্রমিকলীগের কমিটি
- নানান আনুষ্ঠানিকতায় রাঙামাটিতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
- একটা গাছ কাটলে, দুইটা গাছ লাগাতে হবে: পার্বত্য মন্ত্রী
- বসতঘরের ওপর বাস!
- সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে বোমাং সার্কেল হেডম্যান সম্মেলন
- রাজস্থলীতে উন্নয়ন বোর্ডের সোলার প্যানেল বিতরণ
- রাবিপ্রবি কর্মচারীদের ১১ দফা দাবিতে মানববন্ধন