ব্রেকিংরাঙামাটিলিড

অসুস্থ নাজিমউদ্দিনকে দেখতে সিলেটে দীপংকর তালুকদার

রাঙামাটির প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাঙামাটি জেলা বিএনপির দীর্ঘদিনের সুখ দু:খের সাথী,সাবেক সভাপতি নাজিমউদ্দিন আহমেদকে দেখতে শনিবার সিলেটে তার বাসভবনে গেছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি,কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় শয্যাশায়ি নাজিমউদ্দিনকে দেখতে রাঙামাটি থেকে সিলেটে যান দীপংকর তালুকদার। এসময় তিনি অসুস্থ প্রবীণ এই রাজনীতিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পাশে বেশ কিছুটা সময় অবস্থান করেন।
সিলেট শহরের বাগবাড়ি এলাকায় অবস্থিত বাসভবনে এসময় পাশে থাকা নাজিমউদ্দিনের জৈষ্ঠ্যপুত্র ও রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, এতোদূর থেকে বাবাকে দেখতে আসার মধ্য দিয়ে দীপংকর তালুকদার প্রমাণ করেছেন তিনি একজন সত্যিকারের রাজনীতিবিদ। এমন রাজনৈতিক সংস্কৃতিই থাকা উচিত। আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা তার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =

Back to top button