পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী কল্পরঞ্জন চাকমাকে হাসপাতালে দেখে এসেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তাকে দেখতে শুক্রবার সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাজধানীর মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে যান বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানিয়েছেন।
তিনি বলেন, স্যার তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে ডাক্তারদের সাথে কথা বলেন, দ্রুত আরোগ্য কামনা করেন।
শতবর্ষী কল্পরঞ্জন চাকমা বার্ধক্যজনিত কারণে এবং ডান পায়ে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে ওয়ালিদ জানান।
১৯৯৭ সালে পার্বত্য চুক্তির পর ১৯৯৮ সালের ৬ মে স্থানীয় সরকার পরিষদ আইন সংশোধন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন সংসদে পাস হয়। ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান কল্পরঞ্জন চাকমা।
তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও টানা দুই বারের নির্বাচিত সংসদ সদস্য।
(বিডিনিউজ)
2 Comments
Dadur, susta kamna grongol, boddha dormer jnno uni onek kaj kregesen
ভগবান সিদু বর মাগী দঙর যাদী যাদী জেঠাবাবুর অসুক্ষান গম ওক। সাধু সাধু সাধু।