বান্দরবানের রুমায় দু:স্থ ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রুমা সেনা জোন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সেনা রিজিয়নের অধীনস্থ রুমা সেনা জোনের আওতাধীন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও থানাপাড়া সংলগ্ন এলাকার বিভিন্ন পাড়ায় বসবাসরত করোনার প্রাদুর্ভাবে লকডাউনে থাকা ১৩১ টি অসহায় দু:স্থ পরিবারের মাঝে ত্রাণ এ ত্রাণ সামগ্রী দেয়া হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল সাড়ে ৬ কেজি চাল, ১ কেজি ডাল, আধ কেজি তেল, ২ কেজি আটা, ১পোয়া লবন, ১পোয়া সুজি ও ১ প্যাকেট বিস্কুট।
রুমার জোন কমান্ডার বলেন, সেনাবাহিনীর এরূপ সহযোগিতায় রুমা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এ সকল সুবিধা বঞ্চিত হত-দরিদ্র মানুষেরা সন্তুষ্টি প্রকাশ করেছে। ইতিপূর্বেও রুমা জোনের বিভিন্ন দুর্গম এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর সদস্যরা। করোনা পরিস্থিতি মোকাবেলায় দু:স্থ মানুষের সেবায় সেনাবাহিনীর এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান, রুমা সেনা জোন কমান্ডার।