নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি ক্রিকেট লীগ চ্যাম্পিয়ান অভিলাষ ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে। শুক্রবার রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো রাঙামাটি প্রথম বিভাগ ক্রিকেট লীগ বর্তমান চ্যাম্পিয়ান অভিলাষ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠান।
অভিলাষ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ছলিম উল্লাহ সেলিম। এসময় জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য আশীষ কুমার চাকমা নব, আবু তৈয়ব, বেনু দত্তসহ ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌরসভা প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২২ উদ্বোধন হবে ১৫ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে মুখোমুখি হবে অভিলাষ ক্রিকেট ক্লাব ও আগামী সংঘ ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এবারের লীগে মোট ১২টি ক্লাব অংশগ্রহণ করছে।রাঙামাটি পৌরসভার অর্থায়নে ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-পরিষদের ব্যবস্থাপনায় লীগ পরিচালিত হবে।