নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির অন্যতম ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব অভিলাষ ক্রিকেট ক্লাবের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বিগত ১৮ মার্চ রাতে তবলছড়ির ওয়াপদা কলোনীতে অবস্থিত ক্লাবের এক সভায় মো. হুমায়ন কবীরকে সভাপতি, তৌহিদ হাসনকে সাধারণ সম্পাদক ও শফিকুল ইসলাম অপুকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের সিনিয়র উপদেষ্টা কাজী মোহাম্মদ জালোয়া। পরবর্তী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণার কথা ছিল। সে অনুযায়ী মঙ্গলবার এ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
কার্যনির্বাহী কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি কাজী আওয়াল আজম, সহ-সভাপতি ছলিম উল্লাহ সেলিম, সহ-সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, সহ-সভাপতি আব্দুল কাদের, সহ-সভাপতি মো. আজিজুল হক, সহ-সভাপতি সাঈফুর রহমান ডন, সহ-সভাপতি ইকবাল হোসেন লাভলু, সহ-সভাপতি নজরুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক শিহাব হাসান অপু, অর্থ সম্পাদক অলক চক্রবর্তী, দপ্তর সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, প্রচার সম্পাদক ওমর ফারুক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রায়হান রিজভী, ক্রীড়া সম্পাদক রবিউল হোসেন রুবেল, সহ-ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ, মহিলাবিষয়ক সম্পাদক হাসনা আক্তার, আইন বিষয়ক সম্পাদক আতাউর রহমান, শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক নূর হোসেন রাসেল, সমাজসেবা বিষয়ক সম্পাদক আবু বক্কর নাদিম, কার্যকারী সদস্য ইউসুফ বেলাল, সদস্য আশ্রাফুল আযম দিপু, সদস্য আইয়ুব হেলাল, সদস্য আবু কাউসার, সদস্য উজ্জ্বল বড়ুয়া, সদস্য শফিউল আলম, সদস্য তৌফিক হাসান, সদস্য রাসেল পারভেজ, সদস্য রিয়াদ হোসেন, সদস্য সুজন মিয়া।
উল্লেখ্য যে, দীর্ঘ প্রায় ১৩ বছরের পুরানো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করে রাঙামাটির ক্রিকেটে ঐতিহ্যবাহী ক্লাবটি।