ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সজিবুর রহমান সজিব হত্যা মামলার ২নং আসামি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একই ওয়ার্ডের সাধারণ সদস্য ইমাম আলী নির্বাচনের দীর্ঘ আট মাসের মাথায় শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার কাপ্তাই নির্বাহী অফিসারের কার্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউপি সদস্য মো. ইমান আলীকে শপথ গ্রহণ করান নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
এইসময় কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আক্তার হোসেন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত গত বছরের ১১ নভেম্বর ৪নং কাপ্তাই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেইসময় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হিসাবে সজিবুর রহমান ও ইমাম আলী প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু নির্বাচনের ১৫ দিন আগে একই বছরের ২৬ অক্টোবর রাত ১০ টায় কাপ্তাই নতুনবাজার এলাকায় প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য প্রার্থী সজিবুর রহমান সজিব নিহত হন। পরের দিন নির্বাচন কমিশন ঐ ওয়ার্ডের নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
এদিকে এই ঘটনার প্রেক্ষিতে সজিবুর রহমান সজিব হত্যা মামলায় ইমান আলীকে ২নং আসামি করা হয়। ইমাম আলী কোর্ট হতে জামিন নিয়ে এসে শপথ নেন। এইসময় তিনি এই ঘটনার সাথে তাঁর সম্পৃক্ততা নাই বলে দাবি করেন।
এই বিষয়ে জানতে চাওয়া হলে কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান, নির্বাচনি বিধি অনুযায়ী ঐ ওয়ার্ডে অন্য কোন প্রার্থী না থাকায় একমাত্র প্রতিদ্বন্দ্বী ইমাম আলীকে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে গত ১২ জুন গেজেট প্রকাশ করেন এবং ৭ জুলাই তাঁর শপথ গ্রহণ সম্পন্ন হয়।