খাগড়াছড়ির দীঘিনালা ডিগ্রি কলেজে এবার পরীক্ষা দিতে পারছেন বাউবি’র সহ¯্রাধীক এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে কেন্দ্রটি পূনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, ২০১৪ সাল থেকে দীঘিনালা ডিগ্রি কলেজে বাউবি’র পরীক্ষাকেন্দ্র চালু করা হয়। কিন্তু গতবছর কেন্দ্র বাতিল করা হয়। অথচ এবার পুরাতন ও নতুন মিলিয়ে বাউবি’র এইচএসসি পরীক্ষার্থী রয়েছে ১হাজার ২৩জন। কিন্তু এ কলেজে পরীক্ষাকেন্দ্র বাতিল হয়েছে শুনে তা পূনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করে পরীক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ থেকে পরীক্ষার্থীরা জানিয়ে দেয় পরীক্ষাকেন্দ্র পূনর্বহাল করা না হলে তারা কেউ জেলা সদরে গিয়ে পরীক্ষা দিবেনা।
দীঘিনালা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমা জানান, শুক্রবার (২মার্চ) থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। সময় হাতে কম থাকলেও পরীক্ষা গ্রহনের পর্যাপ্ত ব্যবস্থা তাঁদের রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহীদুল ইসলাম জানান, পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে মোবাইল ফোনে বিষয়টি নিয়ে কথা হয়েছে। পরীক্ষাকেন্দ্রটি পূনর্বহাল করে পরীক্ষা গ্রহনের জন্য সার্বিক চেষ্টা করছেন বলে কথা দিয়েছেন।
2 Comments
xm er centre ta kotai hwbe, aktu blben plz
মহিলা কলেজ হবে।আমিও মহিলা কলেজএ পরীক্ষা দিচ্ছি