মানিকছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার খাড়িছড়া এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মো. আবদুল কাদের ১৫ দিন সময় পেরিয়ে গেলেও এখনো উদ্ধার না হওয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
বুধবার দুপুর ১২টায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মহামুনি বাসস্ট্যান্ড থেকে নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপস্থিতিতে বিশাল বিক্ষোভ মিছিল আমতলা এসে সড়কে অবস্থান দিয়ে ঘণ্টাব্যাপি প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা নাগরিক পরিষদের সহ-সভাপতি মো. মোকতাদের হোসেন। সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী মো. মজিবুর রহমান। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. আলমগীর কবীর, সাংগঠনিক সম্পাদক মো. আনিসুজ্জামান ডালিম, উপজেলা কমিটির সভাপতি মো. সাহাব উদ্দীন, সাধারণ সম্পাদক মো. কাওসার হোসেন।
বক্তারা আবদুল কাদেরকে জীবিত উদ্ধারের দাবি জানান। সভা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল রাতে বাড়ি ফেরার পথে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মো. আবদুল কাদের নিখোঁজ হয়। পরে তাকে অপহরণের কিছু নমুনাসহ তাঁর ব্যবহৃত মোটরসাইকেল একটি মন্দির সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ।