খাগড়াছড়িব্রেকিংলিড

অপহরণের প্রতিবাদে মাঠে বিক্ষুদ্ধ মানুষ

পাহাড়ি সংগঠনের আধিপত্য বিস্তার নিয়ে ফের উত্তপ্ত হলো পার্বত্য শহর খাগড়াছড়ি। চার গ্রামবাসীকে অপহরণের অভিযোগ এনে তাদের উদ্ধারের দাবিতে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে অবরোধের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সমর্থকরা।

সোমবার বিকালে জেলা শহরের মহাজন পাড়া থেকে ইউপিডিএফ সমর্থিত চার গ্রামবাসিকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ করে সংগঠনটি। এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এমএন লারমা গ্রুপকে দায়ি করেন তারা।

মঙ্গলবার সকালে অপহরণের প্রতিবাদে ও অপহৃতদের উদ্ধারের দাবিতে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক অবরোধ করে ইউপিডিএফ সমর্থিত গ্রামবাসিরা।

অবরোধ চলাকালে বেলা সাড়ে ১০টায় ভাইবোন ছড়া ইউনিয়নের কয়েকটি এলাকা থেকে হাতে লাঠিসোটা, লোহার রড, হকিস্টিক ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জেলা শহরের স্বনির্ভর এলাকায় জড়ো হয় তারা। সেখানে কিছুক্ষন অবস্থান নেয়ার পর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ কার্যালয় সড়ক হয়ে চেঙ্গী স্কোয়ার ঘুরে পুনরায় স্বনির্ভর এলকায় ফিরে যায় । বিক্ষোভ মিছিল থেকে জেএসএস সংস্কার পন্থীদের বিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হয়। এসময় শহরের কয়েকটি স্থানে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়। বিক্ষোভ শেষে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয় ইউপিডিএফ সমর্থিত গ্রামবাসিরা।

এদিকে, বিক্ষোভ চলাকালীন সময়ে বেলা সাড়ে ১০টায় অপহৃতরা ছাড়া পায়। এমন সংবাদের পরও অবরোধ প্রত্যাহার করেনি বিক্ষোভকারীরা।

অপহৃতরা হলেন, সিন্ধুরায় ত্রিপুরা (৫০), সোহেল ত্রিপুরা(৩২), বিমল কান্তি ত্রিপুরা (৩৫) ও সুকেন্দু ত্রিপুরা (৩৫)। এরা সবাই খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ইউনিয়নের ২ নং গাছবান এলাকার বাসিন্দা।

তবে তাদের কারা অপহরণ করেছে এসব বিষয়ে কিছুই বলতে পারেননি অপহৃতরা।

তারা জানায়, সোমবার বিকালে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে ফেরার পথে শহরের মহাজন পাড়া এলাকা থেকে দুইটি মোটর সাইকেলে উঠিয়ে নিয়ে যায় সিন্ধুরায় ত্রিপুরা, সোহেল ত্রিপুরা, বিমল কান্তি ত্রিপুরা ও সুকেন্দু ত্রিপুরাকে। এরপর তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে জানেননা তারা। এমনকি কারা অপহরণ করেছে সে বিষয়েও জানাতে পারেননি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো জানান, অপহরণের অভিযোগ শোনার পর পুলিশ সোমবার সন্ধ্যা থেকেই কয়েকটি স্থানে অভিযান চালালেও সন্ধান পাইনি। পরে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি টমটমে চার যুবককে দেখে সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয়ে তাদের থানায় নিয়ে যায়। পরে বেলা সাড়ে ১২টায় পুলিশ পাহারায় অপহৃতদের এলাকায় নিয়ে তাদের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধির কাছে হস্তান্তর করে পুলিশ।

এদিকে, অপহরণের ঘটনার সাথে জেএসএস এমএন লারমা গ্রুপ জড়িত এমন অভিযোগ করা হয় ইউপিডিএফ’র পক্ষ থেকে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে জনসংহতি সমিতি( এমএনলারমা)।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 3 =

Back to top button