রাঙামাটি হেপিরমোড়স্থ টেলিটক কাস্টমার কেয়ারের বিনামূল্যে অপরাজিতা সিম নিতে এসে ভোগান্তির অভিযোগ করছেন সিম নিতে আসা আগ্রহীরা। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কাস্টমার কেয়ারে ভিড় লক্ষ করা যায়।
সিম নিতে আসা নমিতা চাকমা জানান, তাদের নেটের সমস্যার কারণে দুপুর পর্যন্ত কোনও সিম দেয়া হয়নি, সকালে এসে একবার ঘুরে গেছি বিকেলে আবার আসছি। রুমে গরমে অতিষ্ঠ সবাই। সিম দেয়ার ডিভাইজ কম থাকার কারণে দিতে দেরি হচ্ছে মনে হয়। অপরাজিতা সিমে নেট ব্যবহারের সুবিধা বেশি হওয়ার জন্য সিম নেয়া। সব সিমে এই রকম সুবিধা দিলে ভালই হতো।
হেপিরমোড় টেলিটক কস্টমার কেয়ার সেবা প্রদানকারী মো. জনি বলেন, সকাল থেকে নেটের সমস্যা ছিল, দুপুর থেকে সিম দেয়ার কাজ চলছে। আজ সারাদিন ৩০ জনকে দেয়া হয়েছে। আশা করছি কাল থেকে পুরোদমে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
29 Comments
মাগনা পাইলে বাম্মন ও…………..খায় ।।।।
ওই সিমে এত কি সুযোগ সুবিধা আছে,,,,? সবই তো নাক বুঝা দেখতেছি
ফ্রী বলে কথা???
magna sim paile to aktu voganti hobe
আমরাই বাদ পড়লাম!
বাংগালী অপরাজিতা একটাও নেই..
ভালোতো ভালো না ফ্রি তো..
একটাও বাঙ্গালী নাই।সব শালা খাপ্পো।এরা মাগনা পাইলে কুত্তা ও খায়।এই উপজাতী গুলারে লাথি মাইরা বার্মা পাঠাই দেয়া হোক।
magir puya kankir bangali..madersod …tor bagali gusti te kutter moto pitai patai dibo..setelar. toder bagalai maiya gula Internet buje na ki sim nibe
তোর মার হেডা।তোরা নেঙ্গটার জাত।পাতা ছাইড়া কাপর চোপড় গায়ে দিছস কয়দিন হইছে??সব জুম্মগুলা বান্দরের চেহারা।
আচ্ছা বলতো তোমরা এত হিংসুক কেন???
এটা আমাকে না বলে তোমাদের নোবেলজয়ী মা কে বলো।আর এটা আমদের জন্মভুমি।আমরা এটাকে যুদ্ধ করে জয় করেছি।আর তোমারা হলে সেটেলার।তোমাদের কে পিডাইয়া মাইরা ফেলা অল্প সময়ের ব্যাপার।
যুদধ মনে হয় শুধু বাংগালিই করেছে? আর কোন সম্প্রদায় মুক্তিযুদ্ধা নাই মনে হয়, তাই না জনাব জিসান?
এটা কোন অভিযোগ হলো !!!???
সিম নিতে হলে কি কি করতে হবে?
হা হা হা এটা হলো বাঙ্গালির স্বভাব। সস্তা পেলে,,,,,,,,, আর বলতে পারছি না।
মনে পড়ে প্রথম লটারীতে সীম পাওয়ার কথা। টাকা লেগেছিল মোট পাঁচ হাজার আটশত পঞ্চাশ টাকা। সীম তুলতে কুমিল্লা থেকে চাঁদপুর যেতে হয়েছিল।
জেনিফা জেনি Emon Das Emu?? line a darau sim pai jbe amr kina dta hbe na?
আমি আর ইমু একসাথে লাইনে দাঁড়াবো,,তুই আমাদের প্রোটেকশনে নিয়োজিত থেকে মহিলামন্ডলির লাথি উষ্টা ওর গুলো তুই খেতে রাজি কিনা বল.!! :/ :/
কাজ তো তোর আমি তো ইমু কে প্রোটেকশনের জন্য যাইতে বল্লাম আর ওখানে মাহিলামন্ডলি লাথি উষ্টা দেয় না জামাই আদর করবে ইমু কে এত গুলো মেয়ের মাঝখানে একা পুরুষ কি না?
:/ :/ ওরাতো আমার ইমুরে ভাগেজোগে খেয়ে নিবে :/ ????
এত গুলো মহিলা কি ক্ষুধার্থ মরে যাইতে বলতেচছ?
যাহ্ তুই কেমন ভাই আমার কিচ্ছু বুঝসনা ??ব্যাপারটা একটু বুঝ না ?
Tmr emu ki j akdm kai flto food na drink 2i one man army hoya jbe rke r ame to ace tr pecone tdr k ambulance kre nea ashbo medical a :p
১ ঘন্টা ধরে তোর লাস্ট রিপ্লাই টা পড়ে বোঝার চেষ্টা করছি, একটু বাংলাতে ট্রান্সলেট করে দিবি ভাই?
Tui ভাই না শত্রু আমার.???ফ্রীতে আমাকে ধুলাই খাওয়াতে চাস.!!???
জেনির ইমু এমন কি জিনস যে মহিলাগুলো খেয়ে ফেলবে ইমু কি খাদ্য নাকি পানীয় জেনি ওয়ান ম্যান আর্মি হয়ে যাবু আরকি আর আমি জেনির পিছনে আছে তোদের কে এম্বুলেন্স করে মেডিকেল এ নিয়ে আসব # বাংলা # ইমু
ফ্রিতে খাওয়াচ্ছি চিল্লাচ কেন টাকা নিলে যে কি করতি??
ধুরে যাই মর তুই ???
হাজার কোটি বছর পর