শিক্ষাবিদ,লেখক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম উপদেষ্টা অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাঙামাটি জেলা শাখা। ঘাতক দালাল নির্মূল কমিটি রাঙামাটি জেলা শাখার সভাপতি সুনীল কান্তি দে ও সাধারন সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী এক শোক বার্তায় এ শোক জানান। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধী গোলাম আযমের প্রতীকী বিচারের জন্য গঠিত গণআদালতের অন্যতম অভিযোগকারী ছিলেন তিনি। মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনে সবসময় অসামান্য অবদান রেখেছেন।
অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে বাংলাদেশের প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে এবং সর্বোপরি জাতীয় জীবনে যে বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবে না। শোকবার্তায় আরো বলা হয়- ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক অধ্যাপক আনিসুজ্জামান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, তিনি সংবিধানের অনুবাদক, দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ। দেশের প্রতি তাঁর অসামান্য অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। (প্রেস বিজ্ঞপ্তি)