বিলাইছড়ি প্রতিনিধি ॥
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে রাঙামাটির বিলাইছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধীতা বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমার সঞ্চালনায় কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রদীপ কুমার বড়ুয়া।
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে কর্মশালা পরিচালনা করেন চট্টগ্রাম কলেজের সহকারী অধ্যাপক (সঃ বিঃ)মোহাম্মদ মুজিবুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান ও মেডিক্যাল অফিসার শারদূল দাশ। কর্মশালায় অংশগ্রহণ করেন, জনপ্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও স্কুল শিক্ষার্থী।