
রাঙামাটি শহরের আলম ডকইয়ার্ড এলাকায় ভয়াবহ আগুনে ভস্মীভূত ১৯টি বসতবাড়ির ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে রাঙামাটি জেলা আওয়ামীলীগ।
শুক্রবার সকালে এ ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন বাবুল, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি সোলাইমান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিনসহ জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এতে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা আওয়ামীলীগ’র পক্ষ থেকে নগদ পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় রাঙামাটি শহরের আলম ডকইয়ার্ড এলাকায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে সেনাবাহিনী ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।