নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি তবলছড়ি খাঁন বাড়ি এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। বুধবার বিকালে ওমদা মিয়া পৌর জুনিয়র উচ্চ বিদ্যালয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এই আথির্ক সহায়তা তুলে দেয়।
এ সময়ে ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুর নবী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্মলা চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সহায়তা প্রদান অনুষ্ঠানে মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, পৌরবাসীর পাশে সবসময় রাঙামাটি পৌরসভা আছে। আগুনে ক্ষতির সবটুকু পুষিয়ে দেয়া হয়তো আমাদের পক্ষে সম্ভব নয়, তবে ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা রাঙামাটি পৌরসভা করবে।
অগ্নিদুর্গত ৩১ পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।